সিলেটের সঙ্গে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে ‘সিলেট আন্দোলন’ এর ব্যানারে দুইদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর কার্যালয়ে এক সভা থেকে এই আন্দোলনের ডাক দেওয়া হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী শনিবার মাগরিবের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) এর মাজার চত্বর থেকে মশাল মিছিল এবং রবিবার সকাল ১১টা থেকে সিটি পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন।
সভায় বক্তারা বলেন, উন্নয়নের ক্ষেত্রে সিলেট নানাভাবে বঞ্চনার শিকার। উন্নয়ন বৈষম্য দূর করতে গত ১২ অক্টোবর নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ করে ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু আল্টিমেটামের সময় শেষ হলেও সিলেটবাসীর দাবি বাস্তবায়নে কোন উদ্যোগ নেওয়া হয়নি। তাই উন্নয়ন বৈষম্য দূর করার লক্ষ্যে নাগরিকদের সমন্বয়ে এখন থেকে ‘সিলেট আন্দোলন’ দাবি আদায়ে কাজ করবে।
সভায় আরিফুল হক চৌধুরী জানান, যোগাযোগ বিড়ম্বনা দূর করতে তিনি সম্প্রতি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খানের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উপদেষ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যানজট কমানো ও সিলেটের ট্রেনে ১০টি করে বগি সংযোজনের আশ্বাস দেন। যানজট কিছুটা কমলেও এখনো বগি সংযোজন হয়নি।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ প্রাপ্তির ক্ষেত্রেও সিলেট সবচেয়ে পিছিয়ে রয়েছে। এসব অন্যায় ও বৈষম্য দূরীকরণে সিলেটবাসীকে রাস্তায় রাস্তায় নেমে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/তানিয়া
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        