রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর এলাকায় এক কৃষকের কলাবাগান কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক মোকছেদ মণ্ডল জানান, কালিকাপুর ইউনিয়নের রহিম কাজীর দ্বিতীয় মেয়ের জামাতা তিনি। স্ত্রীর নামে মোহনপুর এলাকায় প্রায় ৭ শতাংশ জমিতে চার মাস আগে কলা বাগান করেছিলেন। নিজের শ্রম ও যত্নে কলাগাছগুলো বড় করেছেন। ইতোমধ্যে অধিকাংশ গাছে কলা ধরেছিল। আগামী এক মাসের মধ্যে বাগানের কলা বিক্রি করে প্রায় ৪০ হাজার টাকার মতো আয়ের আশা ছিল তার।
শুক্রবার সকালে তিনি দেখতে পান রাতের অন্ধকারে কে বা কারা তার পুরো কলাবাগান কেটে ফেলে গেছে। এতে তিনি চরম ক্ষতির মুখে পড়েছেন বলে জানান এবং থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি-প্রতিদিন/আশফাক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        