গাজীপুরের শ্রীপুরে দিনে-দুপুরে একটি স্বর্ণের দোকানের সাটারের তালা কেটে প্রকাশ্যে লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় মসজিদ গলিতে গৌরাঙ্গ দাসের মালিকানাধীন ‘রিতা জুয়েলার্স’ নামের দোকানে। শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দোকানের সিসিটিভি ফুটেজ।
ফুটেজে দেখা যায়, সকাল ১০টা ২৪ মিনিটে এক নারী কয়েকজন যুবকসহ দোকানের সামনে এসে দাঁড়ান। কিছুক্ষণ পর সাইনবোর্ড টেনে নামিয়ে দোকানের সাটারের তালা কাটার যন্ত্র দিয়ে তারা তালা ভাঙেন। এরপর সাটার উঠিয়ে দোকানে ঢুকে স্বর্ণ, রূপা ও নগদ অর্থ সরিয়ে নেন। দোকানের ভেতরের আসবাবপত্রও বাইরে এনে ফেলে রাখা হয়।
দোকান মালিক গৌরাঙ্গ দাস বলেন, “একটি মামলার হাজিরা দিতে আমি আদালতে ছিলাম। তখন খবর পাই দোকানের তালা কাটা হচ্ছে। এসে দেখি সব শেষ—সিন্দুক, স্বর্ণ, রূপা, নগদ টাকা—সব লুট করে নিয়ে গেছে।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঘটনার সময় এলাকাজুড়ে ভয়ের পরিবেশ তৈরি হয়। জসিম উদ্দিন, এক ব্যবসায়ী বলেন, “দুপুরে প্রকাশ্যে লুট, অথচ কেউ ঠেকাতে পারেনি। এরপর থেকে আমরা আতঙ্কে আছি, সন্ধ্যা নামলেই দোকান বন্ধ করে দিচ্ছি।”
অন্য এক প্রত্যক্ষদর্শী আব্দুল খালেক বলেন, “আমি এসে দেখি, অনেক লোক দোকানের ভেতরে কাজ করছে। দলবল নিয়ে তারা প্রকাশ্যে দোকানের মালামাল বের করছে। আমরা কেউ এগোতে পারিনি।”
অভিযুক্ত নারী বলেন, “লুটপাটের অভিযোগ মিথ্যা। সেখানে আমি ছাড়াও অনেক মানুষ ছিল।
অন্যদিকে অভিযুক্ত সুব্রত চন্দ্র দাস বলেন, “কাগজপত্র দেখে তারপর বুঝবেন আসল ঘটনা কী। ফোনে কিছু বলব না।”
শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, “ঘটনার পর মামলা রুজু করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিডি প্রতিদিন/আশিক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        