গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিষধর সাপের কামড়ে সম্পা মজুমদার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। গৃহবধূ সম্পা মজুমদার কালিগঞ্জ বাজারের তাপস মজুমদারের স্ত্রী।
গৃহবধূ সম্পা মজুমদারের স্বামী তাপস মজুমদার জানান, তার স্ত্রী সম্পা মজুমদার রান্নার জন্য বাড়ির পাশে রাখা জ্বালানি কাঠ আনতে গেলে জ্বালানি কাঠের ভিতর থাকা বিষধর সাপ তার ডান হাতে কামড় দেয়। কামড়ের আঘাতে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        