টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ বেশে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মির্জাপুর থানায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের নামে মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত হওয়া একটি গাড়ি, একটি হ্যান্ডকাফ, একটি পুলিশ ব্যাগ ও ৩টি ওভারকোট (পুলিশের পোশাক)।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-ঢাকার শ্যামপুর থানার করিমুল্লাহ বাগ এলাকার আব্দুল হালিমের ছেলে কাউছার আকরাম (৫৭) ও চট্টগ্রাম জেলার বোয়ালমারী থানার পূর্ব গুমদণ্ডী এলাকার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে মো. শতকত আলী।
দেওহাটা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নূর নবী বলেন, রাতে মহাসড়কে টহলরত অবস্থায় ধেরুয়া এলাকায় একটি গাড়ির পাশে কয়েকজনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। তাদের কাছে পুলিশের ওভারকোট ও হ্যান্ডকাফ ছিল। তাদের পরিচয় বিস্তারিতভাবে জানার চেষ্টা করা হলে কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও দুইজনকে আটক করতে সক্ষম হই।
জব্দকৃত গাড়ির মালিক মুহাইমুনিল ইসলাম বলেন, তিনি একটি কোম্পানির ঢাকাস্থ কর্পোরেট অফিসে চাকরি করেন। গাড়িটি নিজে ব্যবহারের পাশাপাশি ভাড়াও দিয়ে থাকেন। নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে বুধবার সন্ধ্যায় উবারের মাধ্যমে আমার গাড়িটি ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার জন্য ভাড়া করেন। রাত ৩টার দিকে আমার ড্রাইভার শওকত আমাকে ভয়েচ বার্তার মাধ্যমে জানান, যারা গাড়ি ভাড়া করেছেন তাদের আচরণ সন্দেহজনক।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. জুয়েল মিয়া বলেন, গ্রেফতার ব্যক্তিদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।
মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের কারে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই