রাস্তা সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এতে কয়েক কিলোমিটার যানযটের সৃষ্টি হয়। এসময় বাসচালক ও ট্রাক চালকরাও কর্মসূচিতে সংহতি জানিয়ে অবরোধ কর্মসূচিতে অংশ নেন।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক এক সপ্তাহের মধ্যে সড়ক সংস্কারের আশ্বাস দিলে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত উভয় সড়কের অধিকাংশই দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সড়কে চলাচলকারী যাত্রীরা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন। সম্প্রতি এই সড়কে কয়েকজন শিক্ষার্থীর প্রাণ গেছে। এমনকি এখনও বিশ্ববিদ্যালয়ের একজন বাস ড্রাইভার সড়ক দুর্ঘটনায় আহত আছেন। এর আগে একাধিকবার দাবি জানালেও কোন কার্যকরি পদক্ষেপ নেয়নি প্রশাসন।
কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন ফোন কলে আন্দোলনরত শিক্ষার্থীদের জানায়, আমরা আগামী এক সপ্তাহের মধ্যে সড়কের সংস্কারের কাজ শুরু করবো। এছাড়া সড়ক সংস্কারের টেন্ডার আগামী ২২ তারিখে পাস হওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল