সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচারে সরগরম নেত্রকোনা-২ সংসদীয় আসন। সদর ও বারহাট্টা উপজেলা নিয়ে গঠিত আসনটিতে বিএনপি থেকে পাঁচ প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তাঁরা হলেন জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক আনোয়রুল হক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন (টিটো), কেন্দ্রীয় বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড. আরিফা জেসমিন নাহিন। জামায়াতে ইসলামীর প্রার্থী সাবেক জেলা আমির, ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামূল হক, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা শরীফ উদ্দিন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আবদুল কাইয়ুম ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মদ আবদুর রহিম রুহী।
গণঅধিকার পরিষদ থেকে হাসান আল মামুনের নাম শোনা যাচ্ছে। নাগরিক পার্টি (এনসিপি) থেকে দুজনের নাম শোনা যাচ্ছে। তাঁরা হলেন কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) সোহাগ মিয়া ওরফে প্রীতম সোহাগ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান। এ ছাড়া এনসিপি থেকে স্থানীয় সিনিয়র সিটিজেন কবি-লেখক, চেম্বার অব কমার্সের সদস্য সোহরাব উদ্দিন আকন্দের নামও শোনা যাচ্ছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে ২০১৮ সালে নির্বাচনে অংশ নেওয়া মোশতাক আহমেদ। সরেজমিন দেখা গেছে, বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা মাঠ চষে বেড়াচ্ছেন। ইসলামি দলগুলোর প্রার্থীরা করছেন গণসংযোগ। কৌশলে এবং নীরবে কাজ করছে জামায়াতে ইসলামী। সব সংগঠনের আগে জেলার পাঁচ আসনেই দলীয় প্রার্থী বাছাই করেছে দলটি।