মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ফারহানা ওয়াহেদ অমি নিহত হয়েছেন। ফারহানার গ্রামের বাড়ি মেহেরপুর সদর উপজেলার হোটেল বাজার এলাকায়।
বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ফতেহপুরে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফারুক হোসেন জানান, বুধবার সকালে স্বামীসহ ফতেহপুর হতে মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়ি রামদাসপুরে যাচ্ছিলেন ফারহানা। রামদাসপুরের কাছাকাছি স্থানে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করে পুলিশ।
এদিকে, ফারহানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, তার এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের পরিবারের একজন মেদাবী সদস্যকে হারালাম। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সমবেদনা জ্ঞাপন করছি। ফারহানার আহত স্বামীর সুস্থতা কামনা করছি।
বিডি-প্রতিদিন/বাজিত