দিনাজপুরের বীরগঞ্জের পশ্চিম ভোগডোমা গুচ্ছগ্রাম সংলগ্ন খেলার মাঠ দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পাল্টাপুর ইউনিয়নের বাসিন্দারা। গতকাল সকালে পশ্চিম ভোগডোমা এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌরশহরের বিজয় চত্বরে গিয়ে মানববন্ধন করেন আন্দোলনকারীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস পেয়ে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাঠে এই এলাকার ছেলে মেয়েরা খেলাধুলা করে আসছে। হঠাৎ এক ব্যক্তির নেতৃত্বে মাঠটি জোড়পূর্বক দখল করে নেওয়া হয়। আমরা দ্রুত সময়ে মাঠটি দখল মুক্ত চাই। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানাই।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, ‘খেলার মাঠ একটি জনস্বার্থমূলক স্থান। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকতে পারে না। জনগণের স্বার্থরক্ষায় প্রশাসন সব সময় সচেষ্ট থাকবে। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং মাঠ উদ্ধারে প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।’