যুক্তরাষ্ট্র ও কানাডায় পড়তে চাওয়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এমপাওয়ার ফিনান্সিং এবং আন্তর্জাতিক শিক্ষা সেবা প্রতিষ্ঠান আইডিপি এডুকেশন এখন একসঙ্গে কাজ করবে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আরও ভালো সহযোগিতা পাবেন।
আইডিপি’র গুলশান অফিসে এমপাওয়ার ও আইডিপি’র মধ্যে অংশীদারিত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, পরামর্শক, শিক্ষার্থী ও অন্যান্য অতিথিরা। বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে পড়তে যাওয়া সহজ করতে এমপাওয়ার এবং আইডিপি এখন একসাথে কাজ করবে।
আইডিপি বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে এমপাওয়ার-এর শিক্ষা ঋণ পাওয়া পর্যন্ত সব ধরনের সহযোগিতা পাবেন। এছাড়া ভিসার প্রস্তুতি, আর্থিক কাগজপত্র ও চাকরি খোঁজার বিষয়েও তারা বিনামূল্যে সহায়তা পাবেন।
বিডি প্রতিদিন/এমআই