শিক্ষার্থীদের যোগ্য নেতৃত্ব নির্বাচনের সুযোগ দিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ।
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ‘ডাকসু হীনতার ৬ বছর, অনতিবিলম্বে ডাকসু, জাকসু, চাকসু, রাকসুসহ সারা দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি’তে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, আমরা যারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করি, তারা শিক্ষার্থীদের দাবি নিয়ে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে কথা বলেই আসছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ নিয়ে গড়িমসি দেখছি। কখনো জানুয়ারি আবার ফেব্রুয়ারিতে ডাকসু নির্বাচনে কথা বলা হলেও এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের বিলম্ব হয়েই চলছে। এখন পর্যন্ত কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি।
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসিকে আহ্বান জানাব... যেন তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেয়। যার মাধ্যমে শিক্ষার্থীরা যেন তাদের যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে পারে। একইসঙ্গে চার স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান রয়েছে। আমরা চাই অতিদ্রুত সেসব প্রতিষ্ঠানগুলোতে যেন ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়।
সংবাদ সম্মেলন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা।
স্মারকলিপিতে আগামী ২০ মার্চের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান এবং এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ডাকসুর তফসিল ঘোষণার দাবি জানানো হয়। এছাড়া, এতে উল্লেখ করা হয়, যদি নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করা না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবো।
স্মারকলিপি প্রদান শেষে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সাত মাস পেরিয়ে যাবার পর শিক্ষার্থীদের যৌক্তিক চাওয়া ডাকসু এখন পর্যন্ত সম্ভব হয়নি। আমাদের জানানো হয়েছে, ডাকসুসহ বিভিন্ন কাজ করছেন তারা এবং এ নিয়ে তারা আন্তরিক। আমরা তাদের জানিয়েছি, যথা সময়ে ডাকসু নির্বাচন না দেওয়া হলে ক্যাম্পাসে বিশৃঙ্খলা ঘটতে পারে। আমরা আশা করব, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অতি দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার বিষয়ে কাজ করবে।
বিডি প্রতিদিন/কেএ