বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে গাজীপুর মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও বাউবি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম উপাচার্যের পক্ষে জাতীয় পতাকা ও বাউবি পতাকা উত্তোলন করেন। এদিন মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে গাজীপুরস্থ ক্যাম্পাসে ব্যানার প্রদর্শন ও মেইন গেটসহ অফিস ভবনসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
দেশজুড়ে অবস্থিত বাউবির সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে একযোগে জাতীয় পতাকা ও বাউবি পতাকা উত্তোলন করা হয়। আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধানগণ কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে স্থানীয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ/স্মারক ভাস্কর্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুস্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিডি প্রতিদিন/জামশেদ