রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বদ্ধভূমিপুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্য ও অভিজ্ঞতা মৌখিক ইতিহাস হিসেবে আর্কাইভসে সংরক্ষণের কথা জানান। একইসঙ্গে তিনি সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এর আগে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। সভায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মু. শামসুল আলম, বীরপ্রতীক, ফজলুল হক, আবুল কালাম আজাদ, গোলাম মোস্তফা, গোলাম কিবরিয়া, আবুল কালাম আজাদ, খন্দকার মো. নুরুন্নবী প্রমুখ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইখতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ ও প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত