নটরডেম কলেজ ইকো অ্যান্ড স্পেস ক্লাবের উদ্যোগে দেশের অন্যতম প্রতীক্ষিত উৎসব ৮ম ন্যাশনাল আর্থ অ্যান্ড স্পেস সামিট বৃহস্পতিবার শুরু হচ্ছে। শেষ হবে শনিবার। তিন দিনব্যাপী এই উৎসব ঘিরে কলেজটিতে বিশেষ পরিবেশ বিরাজ করছে।
জ্যোতির্বিজ্ঞান ও পরিবেশবিদ্যায় তরুণদের আগ্রহ জাগানোর লক্ষ্যে আয়োজিত এই উৎসব দেশব্যাপী উৎসাহী শিক্ষার্থীদের জন্য একটি বিশাল প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে।
এবারের সামিটে ১০০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ নিশ্চিত করেছে, যা একে দেশের জ্যোতির্বিজ্ঞান ও পরিবেশবিদ্যা বিষয়ক অন্যতম বৃহত্তম ইভেন্টে পরিণত করেছে। সামিটে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে পরিবেশবিদ্যা, ভূবিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের উপর নানা আকর্ষণীয় প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হবে।
উৎসব সম্পর্কে নটরডেম ইকো অ্যান্ড স্পেস ক্লাবের মডারেটর মো. নাজমুল হাসান বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে জ্যোতির্বিজ্ঞান ও পরিবেশবিদ্যার বিস্ময়কর জগতে প্রবেশের সুযোগ পাচ্ছে। এতে আমরা আনন্দিত। এই সামিট আমাদের কৌতূহল ও অনুসন্ধানের মানসিকতা বিকাশের প্রতিশ্রুতির প্রতিফলন।
নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও এই বৃহৎ আয়োজন নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এর সফলতা কামনা করেছেন।
বিডি প্রতিদিন/এমআই