মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে দিনব্যাপী ‘ইথনোস্পোর্ট ট্রেনিং সেমিনার ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সেমিনারে প্রতিষ্ঠানটির ৪০০ জন শিক্ষার্থী ম্যাস-রেসলিং, তুগুজকুমালাক ও মানগালা ইথনোস্পোর্ট গেমসে প্রশিক্ষণ গ্রহণ করেছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ তাহামিনা ইয়াসমিন এবং আন্তর্জাতিক ইথনোস্পোর্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আল মামুন। প্রশিক্ষণ পরিচালনা করেন অত্র কলেজের প্রশিক্ষক বোরহান উদ্দিন, শফিকুল ইসলাম, নাজমুন্নাহার ও এলীনা খাতুন।
উল্লেখ্য, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের একজন ছাত্রী ২০২৩ সালে কাজাখস্তানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইথনোস্পোর্ট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন, যা প্রতিষ্ঠানটির জন্য গর্বের বিষয়।
এই প্রশিক্ষণ কর্মশালা শিক্ষার্থীদের ইথনোস্পোর্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ প্রদান করছে, যা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে সহায়ক হবে।
বিডি প্রতিদিন/এমআই