শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র্যাংকিংয়ে দেশ সেরা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সম্প্রতি মাদ্রিদভিত্তিক প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, চলতি বছর বিশ্বে দুই শতাধিক দেশের ৩১ হাজারের বেশি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে এই র্যাংকিং তালিকা প্রকাশিত হয়েছে। এতে শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করা হয়েছে।
সেই হিসেবে বৈশ্বিক র্যাংকিংয়ে ১ হাজার ৪২২তম এবং দেশে প্রথম স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ তালিকায় দেশের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র্যাংকিং ১৪৭৪) ও তৃতীয় স্থানে রয়েছে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র্যাংকিং ১৭৭০)।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। বিশ্ববিদ্যালয়ের এমন অর্জন সেই পথ আরও সহজ করবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ