শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা সেমিস্টার ও ক্রেডিট ফি বৃদ্ধির বিষয়ে ক্ষুব্ধ। গত বছরের নভেম্বরে সেমিস্টার ফি ৩ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হলেও শিক্ষার্থীদের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফি কমানোর আশ্বাস দিয়েছিল। কিন্তু ৪৫ দিন পেরিয়ে গেলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর নয় এমন অনেক খাতেও ফি নিচ্ছে। যেমন, ছাত্রসংসদ ফি। গত ২৭ বছর ধরে শাবিপ্রবিতে ছাত্রসংসদ নেই, তারপরও শিক্ষার্থীদের কাছ থেকে এই ফি নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম জানিয়েছেন, সেমিস্টার ফি পুনর্নির্ধারণের বিষয়ে বিভাগীয় প্রধান ও ডিনদের নিয়ে মতবিনিময় করা হয়েছে। আগামী একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
শিক্ষার্থীরা দাবি করছেন, অযৌক্তিক ফি বৃদ্ধির কারণে নিম্নবিত্ত পরিবারের অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছে। তারা দ্রুত ফি কমানোর দাবি জানিয়েছে।
বিডি প্রতিদিন/আশিক