পৌষ সংক্রান্তিতে দিনভর নানা আয়োজন ও ঘুড়ি উৎসবে মেতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার ঢাকা ইউনিার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকার (ডুসাড) আয়োজনে উদযাপিত হয় এই উৎসব। ঘুড়ি ওড়ানো ছাড়াও নাগরদোলা, শীতকালীন পিঠাপুলির আয়োজনসহ গ্রামীণ চিরায়ত বাংলার নানা আয়োজনে ঠাসা ছিল ঘুড়ি উৎসবের আয়োজন।
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ইশরাক হোসেন এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
ঘুড়ি উৎসব নিয়ে এমন আয়োজনের প্রশংসা করে প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, ‘যুগের পরিক্রমায় এসব উৎসব আমরা হারিয়ে ফেলছি। সে রকম সময়ে শিক্ষার্থীদের এই ধরনের উদ্যোগ আমাদের আশাবাদী করে তোলে। হয়ত এমনই উদ্যোগই আমাদের হারিয়ে ফেলা চিরায়ত ঐতিহ্যগুলোকে টিকিয়ে রাখবে।’
বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ইশরাক হোসেন বলেন, ‘ঢাকার পুরোনো সংস্কৃতি পুনরুদ্ধারের এমন প্রচেষ্টাকে প্রশংসার দাবি রাখে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় তরুণ প্রজন্মের এমন প্রচেষ্টা ফলপ্রসূ হবে বলে আমরা বিশ্বাস করি। এই দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতি পুনরুত্থানে শিক্ষার্থীদের এইসব উদ্যোগে আমরা পাশে আছি।’
উৎসবের আযোজন প্রসঙ্গে সংগঠনটির সভাপতি রাহাতউল্লাহ তৌসিফ বলেন, ‘ডুসাডের পক্ষ থেকে দ্বিতীয়বার আমাদের এই আয়োজন। ঢাকার যান্ত্রিক জীবনে এই উৎসব প্রতিটি মানুষকে উৎফুল্ল করে তুলবে বলে আমরা আশাবাদী। ঢাকা শহরে যন্ত্র ও কালো ধোয়ার পরিবর্তে আভিজাত্য, রঙ ও প্রাণের ছোয়াকে পুনরুজ্জীবিত করতে আমরা সর্বদা সচেষ্ট।’
ডুসাডের শিক্ষা উপদেষ্টা, ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি অধ্যাপক ড. শহীদুল ইসলাম বলেন, ‘দেশের সংস্কৃতি, ঐতিহ্য রক্ষায় শিক্ষার্থীদের এই আয়োজন প্রশংসনীয়। ঢাকার তরুণদের এই আয়োজনের সাথে যুক্ত থাকতে পেরে আমি আনন্দিত।’
উল্লেখ্য, ডুসাড ঢাকা শহরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি প্রাক্তন ছাত্র ও বর্তমান ছাত্রদের মধ্যে সেতুবন্ধন স্থাপন করে একটি সমবায় পরিবার গড়ে তোলার পাশাপাশি সাকরাইন, ঢাকা সপ্তাহ, গ্রন্থাগার দিবসসহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক উৎসব উদযাপনের মাধ্যমে শহরের সাংস্কৃতিক মূল্যবোধকে সমৃদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। এছাড়াও, সংগঠনটি বিভিন্ন সময়ে ঢাকা শহরের চ্যালেঞ্জ ও পরিবেশগত সমস্যা সমাধানে সেমিনার ও কর্মশালার আয়োজন করে আসছে।
বিডি প্রতিদিন/আরাফাত