ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন ৫ জন ডাকাতসহ ডাকাতি মালামাল ক্রয়কারী।বৃহস্পতিবার দিনব্যাপী ঠাকুরগাঁও গোয়েন্দা শাখার একটি দল ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুরগাঁও ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) নবিউল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, পঞ্চগড় বোদা উপজেলার মাড়েয়া সর্দারপাড়া এলাকার মৃত হরেন্দ্র নাথের ছেলে অতুল চন্দ্র রায়(৩৮), ঠাকুরগাঁও ভূল্লী পূর্ব শুকানপুরী এলাকার নুর ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৬), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে ইউনুস (৩৮), দিনাজপুর বিরল রামচন্দ্র এলাকার মৃত খাজিম উদ্দিনের ছেলে মাজেদুর রহমান মাসুদ (৪০), দিনাজপুর কোতুয়ালী থানা এলাকার রোস্তম আলীর ছেলে রফিকুল। এছাড়া ডাকাতি মালামাল ক্রয়কারী পঞ্চগড় বোদা উপজেলার সরদার পাড়া এলাকার মুজিব উদ্দিনের ছেলে আজিজুল (৫০)।
মামলার তদন্ত কর্মকর্তা ও ঠাকুরগাঁও ডিবি পুলিশের উপ পরিদর্শক(এসআই) নবিউল ইসলাম বলেন, গত ২১ আগস্ট গভীর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর এলাকায় কারখানায় ডাকাতির করতে যান ডাকাত দলের চক্রটি। এসময় সেই কারখানার নাইট গার্ডকে বেধে মারপিট করা হয়। সেই সাথে কারখানার ভিতরে তিনটি ট্রান্সফর্মার নিয়ে যায়। পরবর্তীতে আরো তিনটি ট্রান্সফর্মার নামিয়ে মূল্যবান তামার কয়েলগুলো লুটপাট করে। এছাড়া কারখানা থেকে আরো কিছু মালামাল লুটপাট করেন তারা।
তিনি আরো বলেন, এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে জেলা ডিবি পুলিশের ওসি মামুন অর রশীদের নেতৃত্বে একটি চৌকশ টিম অভিযানে নামে। বৃহস্পতিবার দিনব্যাপী ঠাকুরগাঁও,দিনাজপুর ও পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জন ডাকাত কে গ্রেফতার করা হয়। সেই সাথে বোদা থেকে ডাকাতি মালামাল ক্রয়কারীকেও গ্রেফতার করা হয়েছে।
আসামিরা জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছে। সেই সাথে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী মালামাল উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/এএ