পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুর সদর উপজেলার ফুরকানিয়া ও রহমানিয়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখা। মঙ্গলবার (২৫ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে ইফতারের আগে দেশ ও জাতির শান্তি কামনা এবং ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া মোনাজাত করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি আসতারুল আলম। এতে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল করিম, কালের কণ্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন, শুভসংঘ জেলা শাখার সভাপতি মো. রাসেল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি স্বপন আলী, সহ-সভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দপ্তর সম্পাদক মিলন আহম্মেদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান ফুয়াদ, কার্যকরী সদস্য আশরাফুল ইসলাম ও মারুফ ইসলাম।
অনুষ্ঠানে শুভসংঘ সদর শাখার সভাপতি আসতারুল আলম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, "মহান আল্লাহ তাআলার দয়ায় আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর শাখা আরও বেশি সামাজিক সচেতনতা ও সেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত হতে পারে। মানবকল্যাণই হোক পবিত্র মাহে রমজানের মূল শিক্ষা।"
বিডি প্রতিদিন/আশিক