আইপিএলে দিনের একমাত্র ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৫০ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আগে ব্যাটিংয়ে নেমে ১৯৬ রানের পুঁজি গড়ে ব্যাঙ্গালুরু। জবাবে চেন্নাই থেমেছে ১৪৮ রানে। এ নিয়ে আসরের প্রথম দুই ম্যাচে দুই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল ব্যাঙ্গালুরু।
শুক্রবার ঘরের মাঠে টসে জিতে ব্যাঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠায় চেন্নাই। ব্যাঙ্গালুরুকে দারুণ শুরু এনে দেন ওপেনার ফিল সল্ট। ওপেনিং জুটি থেকে আসে ৪৫ রান। ১৬ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন সল্ট।
কোহলি ধীরেসুস্থে এগিয়েছেন। তিনে নেমে আগ্রাসী খেলেছেন দেবদূত পাড়িক্কাল। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৬ রান তোলে ব্যাঙ্গালুরু। দলীয় ১১৭ রানের মাথায় ৩০ বলে ৩১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন কোহলি। এর আগে দলের ৭৬ রানের মাথায় বিদায় নেন পাড়িক্কাল। দলীয় ৭৬ রানে ১৪ বলে ২৭ রান করে বিদায় নেন তিনি।
চারে নেমে বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে এগিয়েছেন অধিনায়ক রজত পতিদার। কোহলির বিদায়ের পর বাকিরাও চেষ্টা চালিয়েছেন লড়াই করার। ৯ বলে ১০ রান করেছেন লিয়াম লিভিংস্টোন। জীতেশ শর্মা খেলেন ৬ বলে ১২ রানের ইনিংস।
ফিফটি হাঁকিয়ে থেমেছেন পতিদার। ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলে আউট হন তিনি। শেষের দিকে ৮ বলে ২২ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন টিম ডেভিড। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে ব্যাঙ্গালুরু।
চেন্নাইয়ের হয়ে ৩ উইকেট শিকার করেছেন নূর আহমেদ। ২ উইকেট তোলেন মাথিশা পাথিরানা। ১টি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন এবং খলিল আহমেদ।
জবাবে দলীয় ৮ রানের মধ্যে ২ উইকেট হারায় চেন্নাই। রাহুল ত্রিপাঠির পর আউট হন অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়। পাওয়ারপ্লেতে তেমন সুবিধা করতে পারেনি চেন্নাই। এক প্রান্ত ধরে খেলছিলেন ওপেনার রাচিন রবীন্দ্র। চারে নেমে দীপক হুদা খেলেন ৯ বলে ৪ রানের ইনিংস। ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রান তোলে চেন্নাই।
পাওয়ারপ্লে শেষে দারুণ কিছু শটে রান তুলেছেন রাচিন। সুবিধা করতে পারেননি স্যাম কারান। পাঁচে নেমে ১৩ বলে ৮ রান করেন তিনি। ৫২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই।
পঞ্চম উইকেটে জুটি বাঁধেন রাচিন রবীন্দ্র এবং শিভাম দুবে। ৩১ বলে ৪১ রানের ইনিংস খেলে দলের ৭৫ রানের মাথাতে আউট হন রাচিন। ১৫ বলে ১৯ রান করে বিদায় নেন দুবে। ৮০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে চেন্নাই।
শেষ দিকে আর ম্যাচে ফিরতে পারেনি চেন্নাই। রবীন্দ্র জাদেজা খেলেছেন ১৯ বলে ২৫ রানের ইনিংস। কয়েকটি চার-ছক্কা হাঁকিয়ে মহেন্দ্র সিং ধোনি খেলেন ১৬ বলে ৩০ রানের হার না মানা ইনিংস। শেষ ওভার থেকে ধোনি নিয়েছেন ১৬ রান। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলে থেমেছে চেন্নাই। ব্যাঙ্গালুরু পায় ৫০ রানের জয়।
ব্যাঙ্গালুরুর হয়ে ৩ উইকেট ঝুলিতে তোলেন জশ হ্যাজলউড। ২টি করে উইকেট নিয়েছেন যশ দয়াল এবং লিয়াম লিভিংস্টোন। ১ উইকেট নেন ভুবনেশ্বর কুমার।
বিডি প্রতিদিন/কেএ