নারায়ণগঞ্জে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যেগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, ভূইঘর ও শিবু মার্কেট এলাকায় ফতুল্লা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়। সেই সাথে পরবর্তীতে আবারও এমন অভিযোগ হলে কারাদণ্ড আরোপ সহ কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, স্বস্তির ঈদ যাত্রায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন অনেক তৎপর রয়েছে। আমরা জেলা প্রশাসকের নির্দেশে অভিযান অব্যাহত রেখেছি।
বিডি প্রতিদিন/এএম