চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর গুঞ্জন উঠেছিল বরখাস্ত হতে যাচ্ছেন ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। গত বছরের জানুয়ারি থেকে দায়িত্ব পালন করা এই কোচকে বরখাস্ত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
শুক্রবার রাতে দোরিভালকে বরখাস্ত করার বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি স্পোর্টস।
বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচ খেলে পাঁচটিতে হেরেছে ব্রাজিল। যদিও কোয়ালিফায়ারে চতুর্থ অবস্থানে থেকে বেশ সুবিধাজনক স্থানেই আছে সেলেসাওরা।
তবুও আর্জেন্টিনার কাছে এমন লজ্জাজনক হারের পর দোরিভালকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় সিবিএফ।
এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে সিবিএফ জানায়, বোর্ড তার চলমান ক্যারিয়ারের জন্য সাফল্য কামনা করে। তার বিকল্প খুঁজে পেতে কাজ করা হবে।
গত বছর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ব্রাজিলের কোচিং ক্যারিয়ার শুরু করেন দোরিভাল। তার অধীনে ১৬ ম্যাচ খেলে সাতটি ম্যাচে জয়, ছয়টিতে ড্র ও তিনটিতে হারের মুখ দেখেছে ভিনিসিয়ুস-রদ্রিগোরা।
আগামী বছর বিশ্বকাপ থাকায় একজন গুণী ও বিচক্ষণ কোচ খুঁজছে সিবিএফ। সিবিএফ প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজ আগে থেকেই কার্লো আনচেলোত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ দিতে ইচ্ছুক। তবে সামনেই ক্লাব বিশ্বকাপের ব্যস্ততা থাকায় সেটিও হয়ে উঠছে না।
তাই বর্তমানে সিবিএফের নজর পর্তুগিজ কোচ জর্জ জেসুসের দিকে। আগামী জুন মাসে ব্রাজিলের দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। তাই সিবিএফ যত দ্রুত সম্ভব নতুন কোচ নিয়োগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
গ্লোবোর রিপোর্ট অনুযায়ী, সিবিএফ ইতোমধ্যে পর্তুগিজ কোচ জর্জ জেসুসের সঙ্গে আলোচনা শুরু করেছে। জেসুস বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-হিলালের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে, তিনি আল-হিলালেই থাকতে চান, অন্তত ৩ মে পর্যন্ত। কারণ ওই সময় এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে।
এদিকে আবার সিবিএফ নতুন কোচ নিয়োগের ব্যাপারে একটুও সময় নষ্ট করতে চায় না। কারণ জুন মাসে আসন্ন দুটি ম্যাচ ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিডি প্রতিদিন/কেএ