বরিশালের আগৈলঝাড়া উপজেলার দাসেরহাট থেকে সড়বাড়ী বাজার পর্যন্ত সড়কের দুই পাশে বালু-ইট, খোয়া, লাকড়ি ও গরুর গোবর রেখে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছেন কিছু অসচেতন মানুষ। সোমবার ওই রাস্তার ১২ কিলোমিটার এলাকাজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেছে বসুন্ধরা শুভসংঘ।
বসুন্ধরা শুভসংঘের সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন।
তিনি বলেন, সড়ক যানচলাচল জন্য। সড়কের পাশে বালু-ইট, খোয়া, লাকড়ি ও গরুর গোবর রাখলে যানচলাচলে সমস্যা হয়ে থাকে। একটি গাড়ি আরেকটি গাড়িকে সাইড দিতে গেলে দুর্ঘটনার শিকার হয়। মানুষের হাঁটার পথটিও গরুর গোবর ও লাকড়ি শুকাতে দিয়ে বন্ধ রাখা হচ্ছে।
তিনি সবাইকে সতর্ক করে বলেন, এখন থেকে সড়কে বালু-ইট, খোয়া, লাকড়ি ও গরুর গোবর শুকাতে দিলে তাদের বিরুদ্ধে সড়ক আইনে জরিমানা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডা.মো. মাহাবুবুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা, বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠ’র প্রতিনিধি এসএম ওমর আলী সানি।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও গণসচেতনতায় অংশ নেন বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি ও আইনজীবী সমিরন রায়, সাংগঠনিক সম্পাদক সাকিব খান, সাব্বির খন্দকার, পার্থ বাড়ৈ, সদস্য মো. ইরান সরদার (রোবট আবিষ্কারক), মো. ইদ্রীস খান, মো. সাইফুর রহমান টিটু, কাওছার খলিফা, আজাদ এলাহি, তুহিন শিকদার, মেহেদি হাসান তানজিল ও আরিফ হাসান মৃধা।
বিডি প্রতিদিন/কেএ