ঝিনাইদহে ডাকাতির সময় লিটন সরদার ও সজীব নামে দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী।
শুক্রবার রাত ১২টার দিকে সদর উপজেলার বংকিরা হাওনঘাটা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
বংকিরা পুলিশ ক্যাম্পের আইসি আলমগীর হোসেন জানান, আজমল হোসেন নামে এক ব্যক্তি আক্কাছ মিয়ার পার্কে চাকরি করেন। শুক্রবার রাতে ১২ হাজার টাকা নিয়ে আসছিলেন আজমল হোসেন। সেই সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে ওই টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এরপর আজমল হোসেনের চিৎকারে পুলিশ ও এলাকাবাসী ছিনতাইকারীদের ধাওয়া দেয়। তখন লিটন সরদার নামের ওই ছিনতাইকারীকে আটক করা হয়।
তিনি জানান, পরে ছিনতাইয়ের চেষ্টা করা সজীবকেও পুলিশ আটক করে। তখন শামিমসহ আরও ৩/৪ জন ছিনতাই চক্রের সদস্য পালিয়ে যায়। তবে আটক লিটন এলাকার জড়িত সব ছিনতাইকারীদের নাম পুলিশের কাছে বলে দিয়েছে। তাদের বাড়ি পার্শ্ববর্তী জীবনা গ্রামে।
বংকিরা পুলিশ ক্যাম্পের আইসি আলমগীর হোসেন জানান, আটকরা স্বীকার করেছেন যে, ভুলটিয়ার মাঠে ছিনতাই, শ্যালো মেশিন চুরিসহ অসংখ্য অপকর্মের সঙ্গে তারা জড়িত।
বিডি প্রতিদিন/কেএ