রংপুর রেল স্টেশন থেকে চার শিশুসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরির সময় ওই নারীকে আটক করা হয়। চার শিশুর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
জানা গেছে, আদুরী বেগম (৪০) নামের এক নারী স্টেশনে চারটি শিশুসহ ঘোরাফেরা করছিল। এসময় স্টেশনে থাকা লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। শিশু চারজনের অনুমানিক বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। আটক নারী কুড়িগ্রামের উলিপুর উপজেলার মনছুর আলীর স্ত্রী। তারা রংপুর নগরীর বাবু পাড়ায় ভাড়াবাসায় বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করে রংপুর রেলস্টেশনের সুপার শংকর গাঙ্গুলি বলেন, ধারণা করা হচ্ছে শিশু চারজনকে পাচারের উদ্দেশ্যে হারাগাছ এলাকা থেকে আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ