গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে আগুন লেগে পুড়ে গেছে। শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে টঙ্গীর বড় দেওড়া মন্ডল মার্কেট এলাকায় ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, দুপুরে মার্কেট এলাকায় লুৎফুর রহমান রাজুর তুলার গুদামে হঠাৎ আগুন লাগে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থালে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে গুদামে থাকা কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়।
বিডি প্রতিদিন/এএম