পটুয়াখালীর কলাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ১৫ জন অস্বচ্ছল নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। পিছিয়ে থাকা নারীদের সামাজিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ।
এরই ধারাবাহিকতায় আজ রবিবার বিকালে কলাপাড়া বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় নারীদের চার মাসের সেলাই প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষক জেসমিন বেগম জানান, ৩৫টি আইটেমে চার মাস প্রশিক্ষণ দেওয়া হবে। এতে কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নের অতিদরিদ্র এবং অসহায় ও অস্বচ্ছল নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিরাজ, সাংগঠনিক সম্পাদক তানজিল জামান জয়, বাংলাদেশ প্রতিদিনের কলাপাড়া প্রতিনিধি উত্তমকুমার হাওলাদার, কালের কণ্ঠের কলাপাড়া প্রতিনিধি জসীম পারভেজ এবং দৈনিক ভোরের কাগজের কলাপাড়া প্রতিনিধি এস কে রঞ্জন প্রমুখ।
প্রশিক্ষণে আসা পারুল রানী বলেন, ‘আমার স্বামী অচল। নিজেই আয়-রোজগার করে সংসার চালাই। এখন আর বাইরের কাজ ভালো লাগে না। এমন সময় শুভসংঘ অনেক যাচাইবাছাই করে আমার নাম অন্তর্ভুক্ত করেছে। আমি এই প্রশিক্ষণ শেষ করে দক্ষ হয়ে ওঠার পরই আমাকে একটি সেলাই মেশিন দেবে বসুন্ধরা শুভসংঘ। এর মাধ্যমে আমার গ্রামের মানুষের জামাসহ অন্যান্য পোশাক সেলাই করে আয়-রোজগার করে আর্থিকভাবে লাভবান হব।’
ধুলাসার ইউনিয়নের রাখাইন নারী মাখেন বলেন, ‘আমি আর্থিকভাবে অস্বচ্ছল। আমার এই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন পাওয়াটা খুব দরকার ছিল। সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ করে দিয়েছে। আমি আশা করি, আমি নিজের চেষ্টায় সেলাই মেশিন চালিয়ে আমার পরিবারের সদস্যদের মুখে রুটিরুজির ব্যবস্থা করতে পারব। এজন্য আমি বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞ।
বিডি প্রতিদিন/মুসা