বসুন্ধরা শুভসংঘের দেওয়া সেলাই মেশিন অসচ্ছল নারীদের স্বপ্নপূরণে সহায়ক হবে। নতুন উদ্যমে স্বপ্ন বুনবেন তাঁরা। যাঁদের বিনা মূল্যে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা শুভসংঘ, তাঁরা এখন নিজেরা আয় করবেন। প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দেওয়ার এই উদ্যোগ তাঁদের স্বপ্ন পূরণ করতে পারবে সহজেই।
দেশে আরো অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। দরিদ্র পরিবারের নারীরা এই মেশিনের মাধ্যমে কাপড় সেলাই করে যা উপার্জন করবেন, সেটি সংসারের চাহিদা মেটাতে সহায়ক হবে। প্রতিটি সেলাই মেশিন একেকটি পরিবারকে স্বাবলম্বী করতে বিশেষ ভূমিকা রাখবে। সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চলমান।
বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভসংঘ মানুষের কল্যাণে কাজ করে যাবে সব সময়—এমনটাই প্রত্যাশা করি। দেশ ও মানুষের কল্যাণে কাজ করা বসুন্ধরা গ্রুপের জন্য অনেক অনেক শুভ কামনা।