বগুড়ার সারিয়াকান্দিতে সেলাই প্রশিক্ষণ নিয়ে অসচ্ছল ও বিধবা নারীরা নিজের পাঁয়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। সেলাইয়ের কাজ করে স্বাবলম্বী হতে চান তাঁরা। পরিবর্তন করতে চান নিজেদের জীবনের গল্প। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সারা দেশের বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসচ্ছল পরিবারের নারীদের সচ্ছল করতে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
প্রশিক্ষণ নেওয়া এই নারীদের প্রশিক্ষণ শেষে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বিনা মূল্যে সেলাই মেশিন দেওয়া হচ্ছে, যে সেলাই মেশিন দিয়ে স্বপ্ন পূরণ হবে তাঁদের। এরই ধারাবাহিকতায় বগুড়ার সারিয়াকান্দিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। গত ২৫ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের হলরুমে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগের অংশ হিসেবে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এর আগেও বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ২০ নারী ও সারিয়াকান্দির ১০ নারীকে সেলাই মেশিন দিয়েছিল বসুন্ধরা গ্রুপ। দ্বিতীয়বারের মতো বগুড়ায় মেশিন দেওয়া হয়েছে সেদিন।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান প্রশিক্ষণার্থী ও অতিথিদের শুভেচ্ছা জানান। বসুন্ধরা শুভসংঘ সারিয়াকান্দির সভাপতি সুজিত সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাশ, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদত হোসেন সনি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ মোখছেদুল আলম, কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা শাখার সদস্য আমিনুল ইসলাম হিরু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ও দৈনিক করতোয়ার সারিয়াকান্দি প্রতিনিধি শাহাদত জামান। বক্তারা বলেন, যাঁদের বিনা মূল্যে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা শুভসংঘ, সেই অসচ্ছল পরিবারের নারীরা এবার নতুন উদ্যমে স্বপ্ন বুনবেন।
প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে সেলাই মেশিন দেওয়ার এই উদ্যোগ তাঁদের স্বপ্নপূরণে সহায়ক হবে। দেশে আরো অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। এই মেশিনের মাধ্যমে কাপড় সেলাই করে নারীরা যা উপার্জন করবেন, সেটি সংসারের চাহিদা মেটাতে সহায়ক হবে।
স্থানীয় সাংবাদিকরা জানান, আর্থিকভাবে অসচ্ছল এই নারীদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন দেওয়ায় আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন তাঁরা। এত সুন্দর ও ভালো মানের সেলাই মেশিন পাওয়ায় খুশি নারীরা।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, গ্রামীণ পিছিয়ে পড়া নারীদের জন্য এমন উদ্যোগ সুফল পেতে শুরু করেছে। বসুন্ধরা শুভসংঘের বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ পিছিয়ে পড়া নারীদের জীবন আলোকিত করবে। সামাজিক দায়বদ্ধতা থেকেই অসচ্ছল নারীদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে এই প্রতিষ্ঠান। সারা দেশে বসুন্ধরা শুভসংঘের নানা কর্মকাণ্ড অব্যাহত আছে।
আগেরবার সেলাই মেশিন পাওয়া বিধবা নারী আকতার জাহান কনিকা জানান, স্বামী গার্মেন্টসে চাকরি করতেন। ২০২৩ সালের জানুয়ারি মাসে তাঁর স্বামী পলাশ মিয়া ব্রেইন টিউমারে মারা যান। স্বামী মারা যাওয়ার পর দুই বছরের ছেলেকে নিয়ে খুব কষ্টে মা-বাবার সংসারে থেকেছেন কনিকা। মাঝে মাঝেই সংসারে তাঁকে বোঝা মনে হচ্ছিল। পরে খবর পেয়ে বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই প্রশিক্ষণ নেন তিনি। কনিকা বলেন, ‘বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে আমাদের বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আমাদের বিনা মূল্যে সেলাই মেশিনও দিয়েছে। বসুন্ধরা গ্রুপ আমাদের মতো অসচ্ছল নারীর পাশে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, তা কখনো ভাবিনি। এখন আমি বেশ সুখে আছি। সন্তানকে নিয়ে ভালো আছি। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যার ও তাঁর পরিবারের সবাইকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন। দোয়া করি, তাঁরা যেন সব সময় ভালো থাকেন।’