রংপুরে দেশের সর্বাধিক প্রচারিত পাঠকপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের ১৬ তম বর্ষে পদার্পন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর সুমি কমিউনিটি আলোচনা সভায় দেয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন। বিশেষ অতিথি ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেল, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধূরী।
সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের রংপুরের নিজস্ব প্রতিবেদক নজরুল মৃধা। সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক তৌহিদ বাবলা, রফিকুল ইসলাম রফিক, এসএম পিয়াল, বাবলু নাগ,রাজু আহমেদ প্রমুখ। আলেঅচনা শেষে দোয়া করেন মন্থনা জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা আবু বক্কর। অনুষ্ঠানে সাংবাদিকসহ নগরীর সুধিজনেরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল