চলতি মৌসুমে বিশ্বনাথে বাম্পার ফলন হয়েছে বোরো ধানের। বৈশাখের প্রখর রোদ উপেক্ষা করে ফসল তুলতে ঘরে-বাইরে ব্যস্ত সময় কাটছে কৃষকের। চলছে ধান কাটা, মাড়াই-ঝাড়াই, রোদে শুকিয়ে গোলায় তোলা। প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রার অধিক ফসল ঘরে তুলবেন এমন স্বপ্ন কৃষকদের।
উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা যায়, দিগন্তজুড়ে দোল খাচ্ছে সোনালি ধান। ধান কাটার ধুম পড়েছে মাঠে মাঠে। কৃষক-শ্রমিক মিলে কাটছেন ধান। কোথাও কোথাও চলছে মাড়াই। ঝড়, শীলা বৃষ্টি ও প্রাকৃতি দুর্যোগের আশঙ্কায় ধান তোলার কাজে কোমর বেঁধে নেমেছেন কৃষানিরাও।
বিশ্বনাথ কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে উপজেলায় উফশি ও হাইব্রিড জাতের ধান বেশি আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, কৃষকের নিবিড় পরিচর্যা, সময়মতো সার, সেচ ও কীটনাশক প্রয়োগের কারণে ধানের ফলন হয়েছে ভালো। ইতোমধ্যে পাঁচ ভাগ জমির ধান কাটা হয়ে গেছে। উপজেলার ডুবাব বিলে কথা হয় কৃষি উদ্যোক্তা লুৎফুর রহমানের সঙ্গে। মেশিনে ধান কাটছিলেন তিনি। জানান, এবার ফলন বেশ ভালো হয়েছে। কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ ফসল ঘরে তুলতে পারবেন কৃষক।
বিডি প্রতিদিন/এমআই