এক সময় চোখের মেকআপ ছিল শুধু কাজলের রেখা। আজ সেখানে জায়গা করে নিয়েছে আই লাইনার, মাসকারা, আইশ্যাডো, আরও কত কি! তবে যাঁদের নিয়মিত মেকআপের অভ্যেস নেই, তাদের আইশ্যাডো পরতে গিয়ে ঝামেলায় পড়েন। কখনো রং বেশি গাঢ় হয়ে যায়, কখনো বা ঠিকমতো ব্লেন্ড হয় না, কখনো চোখের খাঁজে বিশ্রীভাবে জমে থাকে! ফলে মাটি হয় গোটা সাজটাই! এক্ষেত্রে মাথায় রাখুন আইশ্যাডো পরার কিছু নিয়ম...
► ব্রাশ দিয়ে আইশ্যাডো পরছেন? হাতের কাছে অন্তত তিনটি ব্রাশ থাকা চাই। একটা ব্রাশ দিয়ে পরবেন, অন্যটা দিয়ে বাড়তি শ্যাডো ঝেড়ে ফেলুন আর সবশেষটা দিয়ে ব্লেন্ড করবেন।
► চোখের মেকআপ শুরু করার আগে চোখের চারপাশ পরিষ্কার করে নিন। ক্লিনজার তুলোয় ভিজিয়ে চোখের চারপাশ মুছে নিন। তারপর চারপাশে আই ক্রিম লাগিয়ে পাঁচ-সাত মিনিট অপেক্ষা করুন, তারপর শুরু করুন।
► আইশ্যাডো পরার আগে শুরুতেই ওপরের পাতায় আই প্রাইমার লাগিয়ে নিন। তাতে শ্যাডো ঠিকমতো সেট করবে। প্রাইমার লাগানোর পর চোখ বন্ধ করে তা সম্পূর্ণ শুকাতে দিন। তারপর আইশ্যাডো পরা শুরু করুন।
► পাউডার আইশ্যাডো পরছেন? মাঝারি থেকে বড় ব্রাশ দিয়ে শ্যাডো লাগান। তাতে ব্লেন্ডিং ভালো হবে, নরম মায়াবী লুক পাবেন।
► স্মোকি আই মেকআপ করতে চাইলে আগে চোখের মেকআপ করে নিন, পরে বাকি মুখের বেস তৈরি করুন। আগে চোখের মেকআপটা করে নিলে মুখে শ্যাডো ঝরে বেস নষ্ট হবে না।
► চোখের মেকআপ করার সময় চোখের নিচের অংশে ডিসপোজেবল আই প্যাচ লাগিয়ে নিতে পারেন। তাতেও স্পিলওভার থেকে রক্ষা পাবেন।
► চোখের নিচের পাতায় স্মোকি মেকআপ করতে চান? ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করুন।
► ক্রিম বা লিকুইড আইশ্যাডোর সঙ্গে পাউডার আইশ্যাডো মিশিয়েও পরতে পারেন। সে ক্ষেত্রে আগে লিকুইড বা ক্রিম শ্যাডো পরুন, তারপর ওপরে পাউডার শ্যাডো বুলিয়ে নিন।