ইমরান হোসেন বলেন, তার ব্যবসা বাড়াতে একজন সহযোগী প্রয়োজন। প্রয়োজনে তিনি পুঁজি দেবেন। পার্টনারকে পণ্য কিনে আনায় ও অনলাইনে পণ্যের প্রচারণায় সহযোগিতা করতে হবে। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত পরিশ্রম করে সম্মানজনক রোজগার করতে চান বলেও জানান
কুমিল্লা নগরীর তেলিকোনা গোবিন্দপুকুর পাড়ের বাসিন্দা ইমরান হোসেন (৫১)। মাথার অংশ ছাড়া শরীরের প্রায় পুরোটাই অচল। হাত কিছুটা নাড়াতে পারেন, তবে তেমন নিয়ন্ত্রণ নেই। কিন্তু থেমে নেই তার জীবন সংগ্রাম। অনলাইনে কুমিল্লার খাদি ও বাটিক কাপড় বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি কুড়িয়েছেন সুনামও।
ইমরান হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায় তিনি হুইল চেয়ারে বসা। সামনে একটি ট্রাইপডে মোবাইল ফোন লাগানো। তিনি অনলাইনে লাইভে ক্রেতাদের বাটিকের কাপড় দেখাচ্ছেন। লাইভ শেষে ক্রেতারা ফোন দিতে থাকেন। কেউ বাসায় এসে কাপড় নিতে চান। কেউ কুরিয়ারে পাঠাতে বলেন। তিনি কুরিয়ারের লোকজনকে জানালে তারা কাপড় নিয়ে যায়।
ইমরান হোসেন বলেন, দক্ষিণ কোরিয়ায় তিনি কাজ করতেন ইয়াংজুসি শহরে। ঘাড়ে ব্যথা পাওয়ার পর তনদুচন শহরের একটি হাসপাতালে ভর্তি হন। ছয় বছর বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন। ৪ কোটি টাকা বিল আসে। সেই কষ্টের জীবন তিনি ভুলতে পারেন না। বাড়িতে তার দেহটা নিয়ে আসতে পারবেন কিনা সেই নিশ্চয়তা ছিল না। দূতাবাস, বিদেশি কমিউনিটির সহযোগিতায় দেশে ফেরেন। তার শরীরের অবস্থা এখন থেকে আরও বেশি খারাপ ছিল।
তিনি জানান, ইলেকট্রিক হুইল চেয়ারে দোকানে গিয়ে কাপড় কিনে আনেন। এ ছাড়া বাসার বাজারও তিনি করে আনেন। তার স্ত্রী রুমি আক্তার তাকে সহযোগিতা করেন। তিনি স্ত্রীর কথা বলতে গিয়ে বলেন, বিদেশ যাওয়ার আগে আমাদের জানাশোনা ছিল। বিদেশে অসুস্থ হয়ে পড়ি। অনেকটা জীবনমৃত। তিনি আমাকে বিয়ে করবেন বলে জানান। ২০১৬ সালে ফোনে আমাদের বিয়ে হয়। ২০১৭ সালে আমি দেশে আসি।
ইমরান হোসেন বলেন, তার ব্যবসা বাড়াতে একজন সহযোগী প্রয়োজন। প্রয়োজনে তিনি পুঁজি দেবেন। পার্টনারকে পণ্য কিনে আনায় ও অনলাইনে পণ্যের প্রচারণায় সহযোগিতা করতে হবে। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত পরিশ্রম করে সম্মানজনক রোজগার করতে চান বলেও জানান।
নগরীর আলোকিত বজ্রপুর সংগঠনের সংগঠক রফিকুল ইসলাম সোহেল বলেন, ইমরানকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি খুবই সংগ্রামী মানুষ। তার জীবনের গল্প সিনেমার গল্পকেও হার মানাবে। তার আত্মমর্যাদা বোধ প্রখর। কারও কাছে হাত না পেতে তার রোজগারের চেষ্টা সমাজের অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে।