টানা দুইদিন বন্ধ থাকবে শালবন বিহার ও ময়নামতি জাদুঘর। শুক্রবার (২৮ মার্চ) ময়নামতি জাদুঘরের কাস্টডিয়ান মো. শাহীন আলম বিষয়টি জানিয়েছেন।
ময়নামতি জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকায় ২৯ ও ৩০ মার্চ অর্থ্যাৎ শনি ও রবিবার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার উভয়ই বন্ধ থাকবে। ৩১ মার্চ, সোমবার ঈদের দিন এবং ১ ও ২ এপ্রিল মঙ্গলবার ও বুধবার, ঈদের পরের দুই দিন, শুধুমাত্র শালবন বিহার খোলা থাকবে। ওই সময়ে ময়নামতি জাদুঘর বন্ধ থাকবে (চাঁদ দেখার উপর নির্ভরশীল)। ৩ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি থাকায় ময়নামতি জাদুঘর বন্ধ থাকবে। শুধুমাত্র শালবন বিহার খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪ এপ্রিল শুক্রবার থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ময়নামতি জাদুঘর ও শালবন বিহার উভয়ই খোলা থাকবে।
কাস্টডিয়ান শাহীন আলম বলেন, উল্লেখিত তারিখ অনুযায়ী খোলা-বন্ধের গ্রীষ্মকালীন সময়সূচি অনুসারে সরকার নির্ধারিত টিকিট মূল্য পরিশোধ করে সেবা গ্রহণ করার জন্য সকলকে অনুরোধ করা হলো। একই সঙ্গে বন্ধের কমপক্ষে আধা ঘণ্টা পূর্বে টিকিট সংগ্রহ করে সেবা গ্রহণের অনুরোধ করা হলো।
বিডি প্রতিদিন/নাজিম