৩৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে যা একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
এদিন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নতুন চাকসু কমিটি গঠন করবেন। প্রত্যেক শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য ২৬টি ও হল সংসদের জন্য ১৪টিসহ মোট ৪০টি ভোট দিতে পারছেন।
দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হচ্ছেন। প্রার্থী, সমর্থক ও ভোটারদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন নির্বাচনী উচ্ছ্বাসে মুখর।
ভোটগ্রহণ চলছে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং কলা ও মানববিদ্যা অনুষদের দুটি ভবনসহ মোট পাঁচটি ভবনের ১৫টি কেন্দ্রে। এর মধ্যে ১৪টি কেন্দ্রে হল সংসদ এবং ১টি কেন্দ্রে হোস্টেল সংসদের ভোটগ্রহণ হচ্ছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চাকসু ভবনে রাখা হয়েছে বিশেষ ভোটকেন্দ্র।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাঁচটি অনুষদের প্রতিটিতে একজন করে মোট পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া কেন্দ্রগুলোর বাইরে আরও চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলছে মোবাইল কোর্ট।
নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী, রোভার স্কাউট ও বিএনসিসি মিলিয়ে প্রায় ১ হাজার ৭০০ সদস্য মোতায়েন রয়েছে।
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। বহিরাগত প্রবেশে কড়া নজরদারি রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল