মালয়েশিয়ায় বিল্ডিং নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় ঝিনাইদহের সুজাত হোসেন (৩৫) নামে এক তরুণ মারা গেছেন। নিহত প্রবাসী কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর সংবাদ শোনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে তিনি নির্মাণাধীন একটি বিল্ডিংয়ে কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে ভারী নির্মাণ সামগ্রী মাথায় পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুজাত হোসেন প্রায় ছয় বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। পরিবারের স্বপ্ন পূরণের আশায় তিনি বিদেশে পাড়ি জমান।
স্বজন ও প্রতিবেশীরা জানান, সুজাত অত্যন্ত পরিশ্রমী ও নম্র স্বভাবের মানুষ ছিলেন। দেশে থাকাকালীন ও বাড়িতে আসলে গ্রামের মসজিদে নিয়মিত নামাজ আদায় করতেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম প্রবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল