চট্টগ্রামের বাকলিয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬০টি ইয়াবা উদ্ধার সংক্রান্ত মামলায় আদালত আসামি আব্দুন নূরকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের আদালত রায় করেন।
আদালতের ভূমিকা সম্পর্কে অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) এইচএস আবুল হাসান জানিয়েছেন, পাঁচ সাক্ষীর জবানবন্দি ও প্রমাণের আলোকে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দণ্ড প্রদান করেন। একই সঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে; জরিমানা না দিলে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। বর্তমানে দণ্ডপ্রাপ্ত আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি মতে, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর রাতে বাকলিয়া থানা পুলিশ মিয়াখান নগর এলাকার বাদামতলী মোড়ের খান মার্কেটের সামনে অভিযান চালিয়ে আব্দুন নূরের দেহ তল্লাশি করে ৬০টি ইয়াবা উদ্ধার করে। পরে ওই সময়ের বাকলিয়া থানা উপপরিদর্শক (এসআই) আব্দুর রব বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে আদালতে অভিযোগ গঠন ও বিচার শুরু হয়।
বিডি প্রতিদিন/আশিক