মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে ৫৪৫ বাংলাদেশিসহ মোট ৬৬২ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
বুধবার গভীর রাতে দেশটির সেলঙ্গর রাজ্যের পোর্ট ক্লাংয়ের তামান পেরিন্ডস্ট্রিয়ান পুলাউ ইন্দাহের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন বলেন, রাত ৯.৩০ মিনিটে শুরু হওয়া এই অভিযানে ১,১৩২ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়েছে।
আটকদের মধ্যে বাংলাদেশি ৫৪৫ জন, মিয়ানমারের ৩৬ জন, পাকিস্তানের ৩৫ জন, নেপালের ২৪ জন, ভারতের ১০ জন ও ইন্দোনেশিয়ার ৯ জন।
আটকরা মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে। যার মধ্যে রয়েছে অতিরিক্ত সময় ধরে থাকা, বৈধ পারমিট না থাকা এবং পারমিটের শর্ত লঙ্ঘন করা। ১৬ থেকে ৮০ বছর বয়সী আটকদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করার আগে আরও তদন্তের জন্য সেলাঙ্গর বিভাগের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
খাইরুল আমিনুস বলেন, অভিবাসন বিধি লঙ্ঘনকারী বিদেশী নাগরিকদের চিহ্নিত করে তাদের দেশ থেকে বহিষ্কার করার জন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
বিডি প্রতিদিন/কেএ