সিংড়ার চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলার নিঙ্গইন ও তেলিগ্রাম বিলে এ অভিযানে মজুত রাখা শতাধিক বস্তা শামুক, ঝিনুক জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। পরে জব্দ করা শামুক, ঝিনুক বিলের পানিতে অবমুক্ত করা হয়।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, চলনবিল জীববৈচিত্র্য ভরপুর একটি এলাকা। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই বিলের শামুক, ঝিনুক, কাঁকড়া ও জীববৈচিত্র্য নিধনে জড়িত।