এখন শুধু চিপ ডিজাইনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না ব্রিটিশ সেমিকন্ডাক্টর কোম্পানি এআরএম। ২০২৫ সালেই নিজস্ব চিপ উৎপাদন শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আর প্রথম গ্রাহক হিসেবে থাকছে টেক জায়ান্ট মেটা।
এআরএমের ব্যবসায়িক মডেলে এটি একটি বড় পরিবর্তন। এর আগে, অ্যাপল ও এনভিডিয়ার মতো গ্রাহকদের কাছে চিপ ডিজাইনের লাইসেন্স দিত কোম্পানিটি। তবে এখন তারা নিজেদের তৈরি চিপ বাজারে আনতে যাচ্ছে।
আগামী গ্রীষ্মেই উন্মোচিত হতে পারে প্রথম চিপ
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, আগামী গ্রীষ্মে এআরএমের নিজস্ব চিপ উন্মোচন করতে পারেন কোম্পানির প্রধান নির্বাহী রেনি হাস।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এআরএমের ডিজাইনে ৩০০ বিলিয়নেরও বেশি চিপ তৈরি হয়েছে। বিশ্বের প্রায় সব স্মার্টফোনই এআরএম প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি।
চিপ ডিজাইন থেকে সরাসরি প্রসেসর উৎপাদনে নামলে এআরএম তার বড় গ্রাহকদের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে। এর ফলে অ্যাপল, এনভিডিয়া, এএমডির মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এআরএমের প্রতিযোগিতা বাড়বে।
৫০০ বিলিয়ন পাউন্ডের সেমিকন্ডাক্টর শিল্পে বড় পরিবর্তন
এআরএম এখন এমন একটি বাজারে প্রবেশ করতে যাচ্ছে, যেখানে কোম্পানিটি এতদিন শুধুমাত্র ডিজাইন সরবরাহ করত। কিন্তু এখন নিজস্ব চিপ তৈরি শুরু করলে এটি ৫০০ বিলিয়ন পাউন্ড মূল্যের সেমিকন্ডাক্টর শিল্পে বড় পরিবর্তন আনবে।
বিষয়টি নিয়ে এখনও এআরএমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। তবে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনের পর গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারমূল্য ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
সফটব্যাংকের 'বড় পরিকল্পনার' অংশ এআরএমের চিপ উৎপাদন
ফাইন্যান্সিয়াল টাইমস আরও জানিয়েছে, সফটব্যাংক প্রতিষ্ঠাতা মাসায়োশি সনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এআরএমের নিজস্ব চিপ উৎপাদন করা হচ্ছে। এর মাধ্যমে তিনি সফটব্যাংকের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি (আইপি) থেকে আরও বেশি মুনাফা অর্জন করতে চান।
এই পরিকল্পনার আওতায় রয়েছে— কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চিপ উৎপাদন, একটি বৃহৎ এআই অবকাঠামো নেটওয়ার্ক গঠন
গত মাসে মাসায়োশি সন তার ‘স্টারগেট’ উদ্যোগের ঘোষণা দেন। এটি ওপেনএআই-এর সঙ্গে যৌথভাবে প্রায় ৪০০ বিলিয়ন ইউরো ব্যয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো নির্মাণ করবে। এই প্রকল্পে আবুধাবির রাষ্ট্রীয় তহবিল এমজিএক্স এবং ওরাকলও অর্থায়ন করছে।
এআরএমের চিপ: ডেটা সেন্টারের জন্য নতুন সিপিইউ
এআরএমের নতুন চিপটি একটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) হিসেবে কাজ করবে, যা বড় ডেটা সেন্টার ও সার্ভার ব্যবহারের জন্য তৈরি করা হবে। এটি মেটাসহ অন্যান্য গ্রাহকদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা যাবে।
চিপের উৎপাদন সম্ভবত তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)-এর মতো প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্স করা হবে।
অ্যাম্পেয়ার অধিগ্রহণের পরিকল্পনা সফটব্যাংকের
এ ছাড়া, ‘অ্যাম্পেয়ার’ কোম্পানিকে অধিগ্রহণ করতে পারে এআরএমের মূল প্রতিষ্ঠান সফটব্যাংক। অ্যাম্পেয়ার একটি চিপ ডিজাইন কোম্পানি, যা এআরএমভিত্তিক চিপ তৈরি করে ও ওরাকলের সমর্থন পায়। এই চুক্তির মূল্য প্রায় ৬.৫ বিলিয়ন ডলার হতে পারে।
এআই-এর কারণে দ্বিগুণ হলো এআরএমের বাজারমূল্য
২০২৩ সালে নাসডাকে তালিকাভুক্ত হওয়ার পর থেকে এআরএমের বাজারমূল্য দ্বিগুণ হয়ে ১৭৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির ফলে কোম্পানিটির বাজারমূল্য বেড়েছে।
মেটা, এনভিডিয়া ও আমাজনের সঙ্গে অংশীদারিত্ব
ইনটেল ও এএমডির পরিবর্তে এআরএমের বিদ্যুৎ সাশ্রয়ী সার্ভার চিপ ব্যবহার শুরু করেছে মেটা।
এ ছাড়া, এনভিডিয়া ও আমাজনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ডেটা সেন্টারে এআরএমের চিপ ব্যবহারের পরিমাণও বেড়েছে।
বর্তমানে ওপেনএআই, মেটা ও অ্যানথ্রপিকের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠানগুলোর অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তি এসব ডেটা সেন্টারের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক