কৃত্রিম বুদ্ধিমত্তা এখন সর্বত্র- স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশন, ক্যামেরা; এমনকি অডিও ডিভাইসেও! তাহলে কীবোর্ড এবং মাউসই বা এর বাইরে থাকবে কেন? Logitech Gevi Pop Icon Keyboard এবং Mouse-এর মাধ্যমে এই ব্যবধান দূর করছে, যেখানে এক ক্লিকে ChatGPT’র অ্যাক্সেস রয়েছে। চারটি ভিন্ন রঙের এই কীবোর্ড ও মাউস আকর্ষণীয় নকশায় তৈরি, যেখানে কীবোর্ডের ওজন ৫৩০ গ্রাম এবং মাউসের ওজন ৮০ গ্রাম। তুলনামূলক হালকা হওয়ায় এগুলো ব্যাগেও সহজে বহনযোগ্য। Pop Icon কম্বোর আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো- Logi Options+অ্যাপ, যা Windows এবং Mac- উভয় উপযোগী। এই অ্যাপ ব্যবহারকারীদের দুই ডিভাইসের ব্যাটারি লেভেল পরীক্ষা এবং কীবোর্ডের ১৫টি বাটন ও মাউসের ২টি বাটন কাস্টমাইজের সুযোগ দেবে। Logitech শুধু ChatGPT-কে সহজ করেনি, বরং প্রয়োজন অনুযায়ী প্রম্পট ফাইন-টিউনসের সুযোগও এনে দিয়েছে। যা টেক্সট পুনর্গঠন ও সংক্ষেপণ, কথোপকথনের উত্তর দেওয়া, ইমেইল লেখার জন্য ব্যবহৃত হতে পারে। ভবিষ্যতে এতে Gemini, Claude এবং অন্যান্য চ্যাটবটও যুক্ত হবে।
বিডি প্রতিদিন/এমআই