জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা হবে আজ। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে সচিবালয়ের আশেপাশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ সকাল থেকেই যথারীতি নিজ নিজ দফতরে আসতে শুরু করেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। রায় ঘোষণাকে কেন্দ্র করে সর্বত্র সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে, সচিবালয়ের অভ্যন্তরে আজ দর্শনার্থীদের আগমন অনেকটাই নিয়ন্ত্রণ করা হতে পারে বলে জানা গেছে। সচিবালয়ের অভ্যন্তরের দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তারা সর্বদা সতর্ক অবস্থায় রয়েছেন, যাতে কোনও ধরনের নাশকতা না ঘটে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন