চোট কাটিয়ে মাঠে ফিরছেন দক্ষিণ আফ্রিকা টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা। চলতি মাসের শেষদিকে তিনি ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সফরে থাকবেন। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্স-এর দুটি প্রথম শ্রেণির ম্যাচের দ্বিতীয়টিতে মাঠে নামার কথা রয়েছে বাভুমার।
পাঁজরের চোটের কারণে ইংল্যান্ড সফরের পর থেকেই মাঠের বাইরে ছিলেন বাভুমা। পাকিস্তান সিরিজেও খেলেননি তিনি। ভারত সফরে দুই টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। নভেম্বর ১৪ থেকে ডিসেম্বর ১৯ পর্যন্ত চলবে এই পূর্ণাঙ্গ সিরিজ। তার আগে ‘এ’ দলের হয়ে মাঠে নামবেন প্রোটিয়া অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের নেতৃত্বে রয়েছেন ওপেনার মার্কাস অ্যাকারম্যান। দলে আছেন জুবায়ের হামজা ও প্রেনেলান সুব্রায়েন, যারা বর্তমানে পাকিস্তানে টেস্ট দলের সঙ্গে রয়েছেন। এছাড়াও রয়েছেন সাদা বলের ক্রিকেটে খেলা পেসার কডি ইউসুফ।
চারদিনের দুটি ম্যাচ হবে ৩০ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত। এরপর ১৩ থেকে ১৯ নভেম্বর রাজকোটে হবে তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ।
এই সিরিজে ফিরছেন তরুণ বাঁ-হাতি পেসার কুয়েনা মাফাকা, যিনি হ্যামস্ট্রিং চোটের কারণে পাকিস্তান সফরের সাদা বলের সিরিজে খেলতে পারেননি।
বিডি প্রতিদিন/নাজিম