সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি ৯৯.৯১ শতাংশ পাসের পাশাপাশি ৪২৩ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন করেছে।
কলেজের তথ্য অনুযায়ী, ১১৩০ জন অংশগ্রহণকারীর মধ্যে ১১২৯ জন পাশ করেছে। ৯৯.৯১শতাংশ পাস। একজন পরীক্ষার্থী অসুস্থতার কারণে তিনটি পরীক্ষায় অংশ নিতে পারেননি। বিজ্ঞান বিভাগে ৭৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ ৩০৯ জন জিপিএ–৫ অর্জন করেছে। মানবিক বিভাগে ১৪৯ জন পরীক্ষার্থী শতভাগ পাসসহ ৩৯ জন জিপিএ–৫ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৪৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭৫ জন জিপিএ–৫ পেয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, এই ফলাফল কেবল একটি পরীক্ষার সাফল্য নয়—এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। আমরা শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি—যারা জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতায় দেশকে এগিয়ে নেবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন