ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ বরাবরই উত্তেজনার পারদ চড়িয়েছে, কিন্তু এবার মাঠের বাইরের বিতর্কে উত্তপ্ত হচ্ছে এশিয়া কাপের আবহাওয়া। ভারত-পাকিস্তানের হ্যান্ডশেক না করার বিতর্ক থেকেই জন্ম নিয়েছে এক নতুন সংকট, যা এখন রাজনৈতিক এবং কূটনৈতিক মহলেও শোরগোল ফেলে দিয়েছে।
এশিয়া কাপের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর মধ্যে চলমান বিরোধে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচের পর খেলোয়াড়দের মধ্যে হাত মেলানো নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, তা এখন আরও বড় সংকটের রূপ নিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোরও হুমকি দিয়েছে।
এনডিটিভি সূত্রে জানা গেছে, এই ঘটনায় দুই পক্ষই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে কিছু অনুরোধ জানিয়েছে। পিসিবি’র পক্ষ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানোর অনুরোধ করা হয়েছিল, যা আইসিসি মেনে নিয়েছে। তবে টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতে পাইক্রফট থাকবেন কি না, তা এখনও চূড়ান্ত হয়নি।
এদিকে, এই সংকটে নতুন মাত্রা যোগ করেছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। নির্ভরযোগ্য সূত্রে খবর, যদি ভারত এশিয়া কাপের ফাইনালে জয়ী হয়, তবে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান এবং পিসিবি-র বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি-র হাত থেকে ট্রফি নেবেন না। এই বার্তা এসিসিকেও জানিয়ে দেওয়া হয়েছে।
সূত্রের মতে, হঠাৎ করে মাঠে খেলোয়াড়দের হাত না মেলানোর সিদ্ধান্তে মহসিন নাকভি বেশ অসন্তুষ্ট। তিনি মনে করেন, এ ধরনের সিদ্ধান্ত আগে থেকে নেওয়া থাকলে মাঠে কোনো বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো না। এদিকে পাকিস্তানও চায়, ভবিষ্যতে এই ধরনের বিব্রতকর পরিস্থিতি এড়াতে সব সিদ্ধান্ত আগেই নেওয়া হোক।
সব মিলিয়ে এশিয়া কাপের বর্তমান পরিস্থিতি বেশ জটিল। মহসিন নাকভি দ্রুতই একটি আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন, যেখানে তিনি টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করবেন, তবে একই সাথে তাদের উদ্বেগগুলোও পুনরায় তুলে ধরবেন। ভারত এবং পাকিস্তানের এই পারস্পরিক দ্বন্দ্বে, মাঠের খেলার চেয়ে এখন মাঠের বাইরের বিতর্কই বেশি আলোচনার কেন্দ্রে।
বিডি প্রতিদিন/নাজমুল