ত্রিনবাগো নাইট রাইডার্সের স্পিনার সুনিল নারিন লিখেছেন নতুন ইতিহাস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি এখন এই ওয়েস্ট ইন্ডিজ তারকা। একসময়ের সতীর্থ ও সিপিএলের কিংবদন্তি ডোয়াইন ব্রাভোকে পেছনে ফেলেই শীর্ষে উঠলেন নারিন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিপক্ষে ম্যাচে অধিনায়ক ইমাদ ওয়াসিমকে লং-অফে ক্যাচ আউট করে নিজের ১৩০তম উইকেট পূর্ণ করেন নারিন। এর আগে তিনি ব্রাভোর সঙ্গে ১২৯ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন।
সিপিএলের ইতিহাসের সর্বাধিক উইকেটধারীরা
১. সুনিল নারিন – ১৩০ উইকেট
২. ডোয়াইন ব্রাভো – ১২৯ উইকেট
৩. ইমরান তাহির – ১২৫ উইকেট
৪. জেসন হোল্ডার – ১১০ উইকেট
৫. আন্দ্রে রাসেল – ৯৮ উইকেট।
এদিন প্রথমে ব্যাট করে ফ্যালকন্স ৮ উইকেটে ১৬৬ রান করে। দলের হয়ে সাকিব আল হাসান ৯ বলে ২৬ রান করেন। নারিন ৪ ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্সের দুই ওপেনারই ঝড় তোলেন। নিকোলাস পুরান অপরাজিত ৯০ (৫৩ বল) এবং অ্যালেক্স হেলস ৫৪ (৪০ বল) রানে থাকেন। মাত্র ১ উইকেট হারিয়ে ও ১৫ বল হাতে রেখেই দল পৌঁছে যায় জয়ের বন্দরে।
বিডি প্রতিদিন/মুসা