ভারতের রহস্যস্পিনার বরুণ চক্রবর্তী এখন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার। আইসিসি-র সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষস্থানে উঠে এসেছেন ৩৪ বছর বয়সী এই স্পিনার। ভারতের ইতিহাসে বরুণ হলেন মাত্র তৃতীয় বোলার, যিনি আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন জাসপ্রিত বুমরাহ এবং রবি বিষ্ণোই।
সাম্প্রতিক ম্যাচগুলোতে তার ধারাবাহিক পারফরম্যান্সই এই সাফল্য এনে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ রান দিয়ে ১ উইকেট এবং পাকিস্তানের বিপক্ষে ২৪ রান খরচে ১ উইকেট নেওয়ার পর র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেন বরুণ।
এর আগে ফেব্রুয়ারিতে বরুণ দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন, যা ছিল তার ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান। তবে এবার তিনি নিউজিল্যান্ডের জ্যাকব ডাফিকে পেছনে ফেলে এক নম্বর স্থান দখল করেছেন। মার্চ থেকে শীর্ষস্থান ধরে রেখেছিলেন ডাফি।
আইসিসি এক বিবৃতিতে জানায়,'২০২৫ সালে ধারাবাহিকভাবে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতিস্বরূপ বরুণ চক্রবর্তীকে এক নম্বর টি-টোয়েন্টি বোলারের মর্যাদা দেওয়া হলো।'
বিডি প্রতিদিন/মুসা