রংপুরে ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় মনিজা খাতুন (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ ভাই ভাই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিজা খাতুন বড়বিল ইউনিয়নের মনিরাম চৌধুরীপাড়ার আবু তালেবের স্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য মনিজা খাতুন বড়বিল মন্থনা বাজার থেকে অটোরিকশা করে এসে ভাই ভাই মোড়ে নেমে রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় গঙ্গাচড়া বাজারের দিক থেকে আসা একটি অটোরিকশা মনিজা খাতুনকে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। ঘটনার পরপরই অটোরিকশা রেখে পালিয়ে যায় চালক।
ওসি আল এমরান আরও বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ