অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা আসার পরপরই পিরোজপুরে আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার নেতাকর্মীরা।
শনিবার (১০ মে) রাত ১২টায় পিরোজপুর আল্লামা সাইদী ফাউন্ডেশন থেকে এ মিছিল করেন তারা। মিছিলটি সাইদী ফাউন্ডেশন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ আবার ফাউন্ডেসনে ফিরে এসে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় পিরোজপুর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক বলেন, ছাত্র জনতা ৩৬ এর আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। নয় মাসের মাথায় তাদেরই করা আইনে আজকে তারা নিষিদ্ধ হয়েছে। এই খুনি আওয়ামী লীগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে মিথ্যা অজুহাত দিয়ে আমাদের ছয়জন ভাইকে ফাঁসি দিয়েছে। অনেককে জেল খানার মধ্যে মৃত্যু বরণ করতে হয়েছে। অনেক ভাই শাহাদাত বরণ করেছে অনেক ভাই পঙ্গুত্ব বরণ করেছে তাদের ত্যাগের বিনিময়ে আজ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে।
পথসভায় অন্যান্য বক্তারা বলেন, আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করলে হবে না, তাদের ট্রাইবুনালের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।
বিডি প্রতিদিন/নাজিম